
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় হাজীগঞ্জ উপজেলাধীন ০২ নং বাকিলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে রবিবার বিকাল থেকে রাত পর্যন্ত ৬টি পৃথক পৃথক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে পিআর পদ্ধতি পরে গণভোট চেয়ে ব্যর্থ হয়ে এবার নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি রাজনৈতিক দল, জামায়াতে ইসলামী। নির্বাচনে আসার আগে তারা নানা অযৌক্তিক প্রস্তাব দিয়ে আসছে। আপনারা সবাই জানেন ৪৭ ও ৭১ সালে তাদের রূপ কেমন ছিল। এখন তারা নানা রূপে ফিরতে চায়। অথচ বিএনপির সঙ্গে জোট করে ২০০১ এবং ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত তারা ধানের শীষ প্রতীকের জন্য ভোট চেয়েছে।
এখন তারা বলে দাঁড়িপাল্লা ভোট দিলে নাকি জান্নাতের টিকিট নিশ্চিত। তাহলে তারা হিন্দু নেতাকে কিভাবে মনোনয়ন দেয়, তা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম।
তিনি আরও বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আপনারা একটি পরিবর্তন চান। বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের জীবনমান উন্নত হবে। শান্তিতে বসবাসের জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করব। আপনাদের সামনে থেকে পুলিশ আগের মতো স্বামী, ভাই, বাবাকে নিয়ে যাবে না। এজন্য আপনারা এক হয়ে প্রতিবাদ করবেন।
আগামিতে বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন ভাতার পাশাপাশি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে। স্বল্প পুঁজিতে বিনা সুদে কর্মমুখী ব্যবস্থা করা হবে। মাদক ও ইভটিজিং রোধে নজরদারি বাড়ানো হবে। নানা অপরাধ নিরোধে বিএনপি সরকার আপনাদের সঙ্গে নিয়ে কাজ করতে চায়।
বাকিলা উচ্চ বিদ্যালয় মাঠে ২ নং বাকিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মতিন স্বপনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরি।
প্রতিটি পৃথক দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় ওলামা দলের সাবেক সদস্য সচিব আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম তালুকদার।
রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ওলিউর রহমান। টেকের বাজার মাঠে সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন (খোকন)। উত্তর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান। দক্ষিণ শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ খোরশেদ আলম (লিটন)। গোগরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মমিন বেপারী।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু নাফের শাহ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ফরিদ উদ্দিন পাটোয়ারী সোহেল, উত্তর শ্রীপুর ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোবারক উল্লাহ, হাজীগঞ্জ উপজেলা যুবদলের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শুক্কুর আলম, হাজীগঞ্জ উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ কুতুবুল আলম মেম্বার, মমিন মেম্বার, মোবাশ্বের হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ডাঃ ইশতিয়াক আহমেদ, বিএনপি নেতা মোঃ মজিবুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সোহেল রানা তালুকদার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ হোসেন মোল্লা লিটন, গুলশান যুবদল নেতা মোঃ জসিম উদ্দিন, উত্তর শ্রীপুর ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুন হোসেন, বিএনপি নেতা মোঃ আনোয়ার হোসেন মেম্বার, বিএনপি নেতা মোঃ মমিন হোসেন, অত্র ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মোঃ মোতালেবসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, সমর্থকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।