ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সোনারগাঁওয়ে ব্যাপক আয়োজনে মহান বিজয় দিবস পালিত

সোনারগাঁওয়ে ব্যাপক আয়োজনে মহান বিজয় দিবস পালিত

৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র‌্যালি ও শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।

উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান ও ফাইরুস তাসনিম, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিবুল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, উপজেলা প্রকৌশলী আলমগীর চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, কৃষি কর্মকর্তা আবু সাইদ তারেখ, মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার শফিজুল ইসলাম সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আনসার ও পিডিবি প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন স্কুল-কলেজের উদ্যোগে কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

সোনারগাঁও,মহান বিজয় দিবস,পালিত,কর্মসূচি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত