ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

আলমডাঙ্গায় ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

আলমডাঙ্গায় ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

আলমডাঙ্গায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে তিনদিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা মঞ্চে এই বিজয় মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, নারী উদ্যোক্তা হেলেনা আক্তার কামনাসহ অন্যান্য অতিথিবৃন্দ।

মেলা প্রাঙ্গণে বিভিন্ন নারী উদ্যোক্তা তাদের স্টলে খাদ্যদ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রয় করছেন। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আর্ট গ্যালাক্সি, সিস্টার কর্নার, ন্যাচারাল ফুড সার্ভিস, তাজবীদ মাটি, প্রয়োজন ডটকম, পিয়াঙ্কা শপ, পাখির বাসা, মাহেরা হোম ডেকর, লেডিস পয়েন্ট, বিভা ট্রেলার্স, ভেলপুরি অ্যান্ড ফুচকা হাউজ, লামিয়া থ্রি-পিস হাউজ, মি. কেক অ্যান্ড জেরিন কেক কর্নার, ফ্যামিলি মেলা, মাছওয়ালী তালহা, নাজনীন পিঠা-পুলি, শাম্মি নকশী নীড়, প্রান্তি আউটফিট, সুবর্ণলতা ঘরের খাবার, ফ্যাশন পার্ক, প্রিয়ার্স কিচেন, জান্নাতুল কুশিঘর, স্বপ্নবাড়ি, ড্রিম কেক হাউজ, রাহান ট্র্যাডিশনাল কিচেন এবং জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থা।

উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার বলেন, মহান বিজয় দিবসের এই আনন্দঘন বিজয় মেলা তিনদিনব্যাপী চলবে। মেলার আয়োজনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান, আনন্দ ও বিনোদনের মধ্য দিয়ে শিশু-কিশোরদের মানসিক বিকাশ ঘটবে।

আলমডাঙ্গা,বিজয় মেলা,উদ্বোধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত