ঢাকা বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

শ্রীমঙ্গলে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে গ্রেপ্তার ১

শ্রীমঙ্গলে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে গ্রেপ্তার ১

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. হরিপদ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় পৌর এলাকার কলেজ রোডের জয়নগরপাড়া আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ডা. হরিপদ রায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই বেশ কয়েকটি মামলা রয়েছে এবং পুলিশ অভিযান অব্যাহত রাখবে।

অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৩ ও ৪ আগস্ট শ্রীমঙ্গলের চৌমুহনা চত্বরে প্রকাশ্যে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সশস্ত্র মহড়া নেতৃত্ব দেন ডা. হরিপদ রায়।

ওই সময়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, সশস্ত্র হামলাকারীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে এবং প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

গ্রেপ্তার ১,‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান,শ্রীমঙ্গল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত