ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রামে জন্মগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও শহিদ পরিবারবর্গকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে ‘পুলিশ বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে মোট ৩৮ জন বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও শহিদ পরিবারকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর বীর সদস্যদের আত্মত্যাগ ও সাহসিকতা ইতিহাসের পাতায় চিরভাস্বর হয়ে থাকবে। তাঁদের রক্ত ও ত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি।

তিনি আরও বলেন, পুলিশ বীর মুক্তিযোদ্ধারা এ দেশের সূর্য সন্তান। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের পুলিশ সদস্যদের নৈতিক দায়িত্ব।

অনুষ্ঠানে উপস্থিত পুলিশ বীর মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যে মহান স্বাধীনতা যুদ্ধে পুলিশের অসামান্য সাহসিকতা, আত্মত্যাগ ও দেশমাতৃকার মুক্তিতে নিজেদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্মৃতিচারণ করেন। তাদের বক্তব্যে উপস্থিত অতিথিদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,চট্টগ্রাম জেলা পুলিশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত