
দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো ধরনের সংশয় নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে বিকেএমইএর প্রধান কার্যালয়ে পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় তিনি দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে আরো নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করারও আহ্বান জানান।
সম্প্রতি নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কোনো প্রার্থী যদি নিরাপত্তার অজুহাতে নির্বাচন থেকে সরে দাঁড়ান, তবে সেটি একান্তই তার ব্যক্তিগত মতামত। নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।
নিরাপত্তার কথা বলে যিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন, তিনিই আসলে বলতে পারবেন তিনি কী ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে আমি নিশ্চিত করছি, সার্বিকভাবে দেশে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই। এখানে সাংবাদিক ও ব্যবসায়ীসহ সবাই উপস্থিত আছেন। কেউ যদি ব্যক্তিগতভাবে নিজেকে অনিরাপদ মনে করেন, তবে সেটি তার নিজস্ব বিষয় হতে পারে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তার কোনো ঘাটতি নেই।
এ সময় তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন. ওসমান হাদির একজন জুলাই যোদ্ধা, দেশের জন্য তার অবদান অতুলনীয়।
নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা সাধারণ বিষয়। ঢাকাও তাদেরকে তলব করে।
এর আগে বিকেএমইএ’র পক্ষ হতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও শিল্প পুলিশকে ৬টি পুলিশ ভ্যান উপহার হিসেবে উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়।
বিকেএমইএ-র এই উদ্যোগকে ‘প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক’ অভিহিত করে তিনি বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের সময় পুলিশের অনেক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সংকটকালে ব্যবসায়ীদের এগিয়ে আসা পুলিশের কাজকে অনেক সহজ করে দেবে।
তিনি আশা প্রকাশ করেন, নতুন এই পুলিশ ভ্যানগুলো শিল্পাঞ্চল ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।
এসময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, শিল্প পুলিশের প্রধান গাজী জসিম উদ্দিন, ঢাকা রেঞ্জের ডিআইজিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমসহ বিকেএমইএ-র ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, জেলা পুলিশ ও শিল্প পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।