ঢাকা বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

চকরিয়ায় পানি ভর্তি গর্তে পড়ে ২ শিশুর মৃত্যু

চকরিয়ায় পানি ভর্তি গর্তে পড়ে ২ শিশুর মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় পানি ভর্তি গর্তে পড়ে পাঁচ বছর বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হল— আবদুল মাবুদের ছেলে মো. নোমান (৫) ও একই এলাকার বেলাল উদ্দিনের মেয়ে জন্নাতুল ফেরদৌস (৬)।

নিহত নোমানের দাদা নুরুস ছফা জানান, কয়েকদিন আগে বাড়ির পাশের উঠান থেকে মাটি কাটার কারণে সেখানে একটি বড় গর্তের সৃষ্টি হয়। পানি জমে সেটি ছোট পুকুরের মতো রূপ নেয়।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে নোমান ও জন্নাতুল ফেরদৌস ওই গর্তের পাশে খেলছিল। খেলার এক পর্যায়ে অসাবধানতাবশত দুইজনই পানি ভর্তি গর্তে পড়ে যায়। দূর থেকে ঘটনাটি দেখতে পেয়ে জন্নাতুল ফেরদৌসের মা চিৎকার দিলে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। পরে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক ওরফে সোনা মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি চকরিয়া থানার ওসিকে অবহিত করা হয়েছে। নিহত শিশুদের দাফনের প্রস্তুতি চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চকরিয়া,গর্ত,শিশুর মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত