ঢাকা সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

কিশোরগঞ্জে মুজিবুল হক চুন্নুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

কিশোরগঞ্জে মুজিবুল হক চুন্নুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৩ (তাড়াইল–করিমগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নুর পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে চুন্নুর পক্ষে তাড়াইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্রের ফরম সংগ্রহ করেন তার ভাতিজা এ কে এস জামান সম্রাট।

বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াইল উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারহানা শিরিন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হলে পরবর্তীতে জাতীয় পার্টির তৎকালীন মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে একাধিক মামলা হয়। এরপর থেকে তিনি তার নির্বাচনী এলাকায় (করিমগঞ্জ–তাড়াইল) আসেননি।

কিশোরগঞ্জ,চুন্নু,মনোনয়নপত্র
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত