ঢাকা বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

‘গ্রাম আদালতের কার্যক্রমের প্রসারে সকলের অগ্র ভূমিকা পালনের বিকল্প নেই’

‘গ্রাম আদালতের কার্যক্রমের প্রসারে সকলের অগ্র ভূমিকা পালনের বিকল্প নেই’

দিনাজপুরে দিনব্যাপী গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১ টায় দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষ (কাঞ্চন-২) কর্মশালার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. রিয়াজ উদ্দিন।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩ পর্যায় প্রকল্পের স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় স্থানীয় সরকারের উপ-পরিচালক দিনাজপুর মো. রিয়াজ উদ্দিনের সভাপতির বক্তব্যে তিনি বলেন, গ্রাম্য আদালতে সাধারণ জনগণের ন্যায়-বিচারে সকলের অগ্রগতি ভূমিকা থাকলে সাধারণ জনগণ ন্যায়বিচার পেতে সমস্যার সম্মুখীন হবে না।

গ্রাম আদালতের কার্যক্রম ব্যাপক আকারে প্রসারিত হলে মানুষজন উপকৃত হবেন। এ জন্য সকল জনগণকে গ্রাম আদালতের সেবা দিতে সরকারি কর্মকর্তাদের বিকল্প নেই। সমাজের সকল মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। বিশেষ করে ছোট খাটো বিরোধগুলো আদালতে না এনে জাতে করে স্থানীয় পর্যায়ে মীমাংসা করা যায়, সেই উদ্যোগ গ্রহণ করা জরুরি। গ্রাম আদালতের গুরুত্ব অপরিসীম।

এই কার্যক্রমের সফল বাস্তবায়নের অংশীদার হলেন সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ। গ্রাম আদালত সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি করতে হবে। মানুষ যেন গ্রাম আদালত সম্পর্কে বেশি করে জানতে পারে, সে দিকে খেয়াল রাখতে হবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক নুর-ই আলম সিদ্দিকী, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আনোয়ার হোসেন, দিনাজপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোর্শেদ খান। ডিসপ্লের মাধ্যমে বিভিন্ন ধরনের দিকনির্দেশনার ভিডিও চিত্র প্রদর্শন করেন দিনাজপুর ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) গ্রাম আদালত প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. আবু বক্কর সিদ্দিক।

কর্মশালায় অংশগ্রহণ করেন সরকারি-বেসরকারি পর্যায়ের সকল কর্মকর্তাগণ, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, কালের কণ্ঠ দিনাজপুর জেলা প্রতিনিধি এমদাদুল হক মিলন, দি এশিয়ান ও আলোকিত বাংলাদেশ পত্রিকার দিনাজপুর প্রতিনিধি মো. সিদ্দিক হোসেনসহ আরো অনেকে।

অগ্র ভূমিকা পালন,কার্যক্রমের প্রসার,গ্রাম আদালত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত