ঢাকা বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন মুফতি রশীদ ওয়াক্কাসকে ছেড়ে দিল বিএনপি

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন মুফতি রশীদ ওয়াক্কাসকে ছেড়ে দিল বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া সমমনা দল ও জোটের ৭ নেতার জন্য নির্বাচনী আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এসব আসনে বিএনপি নিজস্ব কোনো প্রার্থী দেবে না।

এই সিদ্ধান্তের অংশ হিসেবে জমিয়তে ওলামায়ে ইসলাম (একাংশ)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাস যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির সমর্থনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জানা গেছে, ১২ দলীয় জোটের শরিক হিসেবে রশীদ ওয়াক্কাস বিগত সময়ে বিএনপির প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। সেই ধারাবাহিকতা এবং ইসলাম ও দেশের জন্য তার বাবার অনন্য অবদানের বিবেচনায় তাকে যশোর-৫ আসনে সমর্থন দিয়েছে বিএনপি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন,যশোর-৫,বিএনপি,মুফতি রশীদ বিন ওয়াক্কাস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত