
চট্টগ্রাম নগরীর শীতার্তদের সহায়তায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে কম্বল বিতরণ করা হবে বলে জানিয়েয়েন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
বুধবার (২৪ ডিসেম্বর) এ উদ্যোগকে সফল করতে প্রধান নগর ভবনের মেয়রের অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে ৩ হাজার পিস শীতবস্ত্র হস্তান্তর করে এপিক হোল্ডিং লিমিটেড।
এ সময় মেয়র এপিক হোল্ডিং লিমিটেডের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “শীত মৌসুমে গরিব ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের সামাজিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে নগরীর মানুষের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। এপিক গ্রুপ ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশা করছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, একান্ত সচিব অভিষেক দাশ, এপিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এস. এম. আবু সুফিয়ান, হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন মোহাম্মদ সালাহউদ্দিন, হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন নুর মোহাম্মদ, এ কে এম সালাউদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।