
আহলুস সুন্নাত ওয়াল জামা'আতের আদর্শের সংগঠন বৃহত্তর সুন্নী জোট মনোনীত চেয়ার প্রতীকের প্রার্থী ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মুজাদ্দেদীর পক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নেতৃবৃন্দ।
বুধবার বিকেল ৫টায় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ শাহরাস্তি উপজেলা সহ-সভাপতি কাজী মোঃ আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মাওলানা মো. ইউসুফ হাসান মাহমুদী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হাজীগঞ্জ উপজেলা সভাপতি গাজী মো. আব্দুর রাহীম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. বদিউজ্জামান, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা সভাপতি মো. কামরুল হাসান।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সাথে আলোচনায় অন্যান্যের মধ্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী যুবসেনা, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ও ইসলামী ছাত্রসেনা জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ বলেন, বিগত সময়ে দিনের ভোট রাতে ও ডামি নির্বাচনে জাতীয় সংকট তৈরি হয়েছে। রাজনৈতিক সংকট নিরসনে গণতান্ত্রিক পরিবেশ তৈরি, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই।