
চট্টগ্রামের বোয়ালখালীতে শহীদ হালিম–লিয়াকত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসার দ্বিতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণির ৯৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
এসময় কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা জোন পরিচালক এস কে এম জাহাঙ্গীর আলম, উপদেষ্টা অধ্যাপক মোখতার আহম্মদ, মাহমুদুল হক আনছারী, স ম এনামুল হক, মো. জাহাঙ্গীর আলম, মো. আবু মো.আকতার হোসেন তালুকদার, এম জসীম উদ্দিন, নুরুল ইসলাম রহিমী, এস এম গিয়াস উদ্দিন।
পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় পরিষদের প্রতিনিধি আজিম উদ্দিন আহমেদ। পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন মো. মোজাম্মেল হক সাহেদ, জেলা প্রতিনিধি মো. আরিফ হোসেন সবুজ, উপজেলা পরিচালক সার্বিক এস এম ইরফান উদ্দিন ও উপপরিচালক মাহেনুর আলম আজাদী।