ঢাকা রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গার দুই আসনে আরও ৩ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

চুয়াডাঙ্গার দুই আসনে আরও ৩ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুটি আসনে আরো তিন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মশিউর রহমান মনোনয়নপত্রগুলো প্রার্থীদের হাতে তুলে দেন।

চুয়াডাঙ্গা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী জহুরুল ইসলাম ও চুয়াডাঙ্গা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী হাসানুজ্জামান সজিব এবং আমার বাংলাদেশ (এবি) পার্টি’র জেলা কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা যুগ্ম সম্পাদক আলিমুজ্জামান, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মেহেদী হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সদস্য মুফতি আব্দুস সালাম, আলহাজ্ব সারোয়ার হোসেন, শ্রমিক আন্দোলনের সদস্য রাশিদুল ইসলাম, মুফতি আব্দুর রাজ্জাক-সহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে এবি পার্টির জেলা যুগ্ম-আহ্বায়ক রফিউল কাদির, সদস্য সচিব আলী রুশদী মজনু, সাংগঠনিক সম্পাদক শামীম আক্তার, কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী ক্লে, যুব সমন্বয়ক মো. সোহেল ও ইনছান আলী, সদর থানার সমন্বয়ক লাল্টু মল্লিক, সদর থানা যুব সমন্বয়ক মামুনুর রশিদ, দামুড়হুদা থানার আহ্বায়ক আরশেদ আলী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে চুয়াডাঙ্গার দুটি আসনে বিএনপির দুইজন, জামায়াতের দুইজন এবং চুয়াডাঙ্গা-১ আসনে একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

চুয়াডাঙ্গা,প্রার্থী,মনোনয়নপত্র সংগ্রহ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত