ঢাকা রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

আপনাদের সন্তানকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুন: দিনাজপুরের ডিসি

আপনাদের সন্তানকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুন: দিনাজপুরের ডিসি

দিনাজপুরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৫ এর সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

শনিবার রাতে গোর-এ-শহীদ বড় ময়দানে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিক দিনাজপুরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই উদ্যোক্তা মেলার অনুষ্ঠিত হয়।

দিনাজপুর জেলা বিসিকের উপ-মহাব্যবস্থাপক মো. জাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

বিসিক উদ্যোক্তা মেলায় ৭০টি স্টল উদ্যোক্তাদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণকালে তিনি বলেন, আপনাদের সন্তানকে বলুন, চাকরির পিছনে না ঘুরে উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলুন। তখন আপনি নিজেই আরো ১০ জনকে চাকরি দিতে পারবেন। এই মেলার উদ্দেশ্য হলো পরিবেশকে নির্মল রাখা। দেশের বিভিন্ন স্থান হতে আগত উদ্যোক্তারা একে অপরের সাথে এই মেলায় তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসারের সাথে সাথে তাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটানো সম্ভব হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, বিসিক প্রধান কার্যালয় ঢাকা হতে আগত বিপণন বিশ্লেষক রাকেশ রঞ্জন নাগ, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) দিনাজপুরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বিসিক দিনাজপুর জেলা বিসিকের উপব্যবস্থাপক চারু বর্মন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিসিক জেলা কার্যালয়ের প্রমোশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন মেলায় প্রতিষ্ঠিত উদ্যোক্তা শিউলি আক্তার ও তারেক আজিজ।

শেষে জেলা শিল্পকলা একাডেমির মাধ্যমে নৃত্য বিতান তাদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

উদ্যোক্তা,দিনাজপুর,জেলা প্রশাসক,চাকরি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত