
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর কেন্দ্রীয় কমিটির সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, মৌলিক সংস্কারের সকল নাগরিকদের মতামত দেওয়ার সুযোগ হবে। আটচল্লিশটা বিষয়কে চারটি ভাগে প্যাকেজ করে হ্যাঁ/না ভোটের মাধ্যমে গণভোট হবে। হ্যাঁ ভোট সংস্কারের পক্ষে আর না ভোটে স্বৈরাচারী কাঠামো অব্যাহত থাকবে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের কালিবাজার এলাকায় শিল্পকলা একাডেমির কনভেনশন সেন্টারে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার যেভাবে প্রচার-প্রচারণা চালানোর কথা সেটি চালাচ্ছে না, যা দুঃখজনক। সরকার হলো একটি জগদ্বল পাথরের মতো। এ পাথর সরানো বড় দূর্বিষহ।
তিনি আরো বলেন, সংস্কারের বিষয়ে গণভোট অর্ন্তভুক্ত,পঞ্চদশ সংশোধীর রায় হওয়ার কথা ছিল গত বৃহস্পতিবার। দূর্ভাগ্যবশত এটি স্থগিত হয়েছে আপিল বিভাগে। উচ্চ আদালত এটি আংশিকভাবে বাতিল করেছে। আগামী মার্চে শুনানি হলে তত্ত্ববধায়ক সরকার ফিরে আসবে বলে আশা করেন।
সুজনের জেলার সভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নারায়গঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, সন্ত্রাস নির্মূল ত্বকি মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, নাসিকের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ-সহ বিভিন্ন রাজনৈতিক, সমাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা।