ঢাকা সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে নারী নিরাপত্তা ও অধিকার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

মুন্সীগঞ্জে নারী নিরাপত্তা ও অধিকার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

মুন্সীগঞ্জে মইনীয়া যুব ফোরামের উদ্যোগে নারী নিরাপত্তা ও অধিকার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুরে খানকায়ে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডরীয়া কেন্দ্রীয় খানকা শরীফ আঙিনায় এ সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মইনিয়া যুব ফোরামের মুন্সীগঞ্জ জেলার সভাপতি মো. আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঞ্জুমানিয়া রহমানিয়া মুন্সীগঞ্জের সভাপতি এড. গোলাম মাওলা তপন।

বিশেষ অতিথি ছিলেন বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অজয় কুমার দে, মইনিয়া যুব ফোরামের মুন্সীগঞ্জ জেলার সাবেক সভাপতি শাহ মোহাম্মদ আবুল কাশেম, বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল ইসলাম সিকদার, সহকারী শিক্ষক হুসনেয়ারা আক্তার নিপা, আল মাইজভান্ডারী শাহ মোহাম্মদ হাজী আলী হোসেন মাদবর, মইনিয়া যুব ফোরামের মুন্সীগঞ্জ জেলার সিনিয়র সহ সভাপতি মো. মিথুন, মো.আবু বক্কর, সাধারণ সম্পাদক মো. আকাশ মনি, সাবেক সাধারণ সম্পাদক মো. কাদির, ফজিলাতুন্নেছা হাসপাতালের নার্স সুমা আক্তার, মইনিয়া যুব ফোরামের মুন্সীগঞ্জ সদরের সভাপতি মো. সালেহ আহাম্মাদ, সাধারণ সম্পাদক মো. আলম প্রমুখ।

বক্তারা যৌতুকের বিরুদ্ধে অবস্থান নিতে সামাজিকভাবে সবাইকে সচেতন হওয়া আহ্বান জানান। এছাড়াও বাল্য বিয়ের কুফল সম্পর্কে বক্তব্য রাখেন, নারীর অগ্রযাত্রায় নারীর শিক্ষার উপর আলোকপাত করেন। নারীর অধিকার নিয়ে বক্তব্য রাখেন এবং নারীর স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে করণীয় নিয়ে আলোচনা করেন তারা। সবশেষে বিভিন্ন স্থান হতে আসা নারীদের শীতের চাদর ও স্বাস্থ্য সচেতনতায় প্যাড বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান ড. শাহাজাদা সাইয়্যিদ সাইফদ্দীন আহমদ মাইজভান্ডারী ও মইনিয়া যুব ফোরামের প্রেসিডেন্ট সাইয়্যিদ মাশুক এ মইনুদ্দীন-এর দিক নির্দেশনার কথা তুলে ধরে বক্তব্য রাখেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মুন্সীগঞ্জ,নারী নিরাপত্তা ও অধিকার,সচেতনতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত