ঢাকা রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

গোয়ালন্দে আদালত ও প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণকাজের অভিযোগ

গোয়ালন্দে আদালত ও প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণকাজের অভিযোগ

রাজবাড়ীর গোয়ালন্দে পৌর শহরে আদালতের স্থিতাবস্থা (স্ট্যাটাস কো) আদেশ ও উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে যৌথ মালিকানাধীন ভূসম্পত্তিতে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে নিরঞ্জন কুমার আগরওয়ালার (নিঞ্জু আগারওয়ালা) বিরুদ্ধে।

ভুক্তভোগী ডা. রতন কুমার আগরওয়ালা জানান, গোয়ালন্দ উপজেলার ৮৭ নম্বর মৌজা উত্তর উজানচরের ১০১১/২ খতিয়ানের এসএ (১০২৭) দাগভুক্ত জমিটি তাদের পিতামহ মৃত ব্রজলাল আগরওয়ালার নামে রেকর্ডভুক্ত ছিল। উত্তরাধিকারসূত্রে জমিটির একাধিক ওয়ারিশ থাকলেও এখনো এর সুনির্দিষ্ট বণ্টন সম্পন্ন হয়নি। এ অবস্থায় তাঁদের কাকা নিরঞ্জন কুমার আগরওয়ালা একতরফাভাবে ওই যৌথ সম্পত্তিতে ভবন নির্মাণ শুরু করলে বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি আদালতে গড়ালে চলতি বছরের ২০ অক্টোবর গোয়ালন্দ সহকারী জজ আদালত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত সম্পত্তিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।

ডা. রতন কুমার আগরওয়ালার অভিযোগ, আদালতের আদেশ ও উপজেলা প্রশাসনের একাধিকবার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সম্প্রতি আবারও সেখানে নির্মাণকাজ চলতে দেখা গেছে। তিনি বলেন, গত ১৮ ডিসেম্বর ও ২৭ ডিসেম্বর সরেজমিনে আদালতের আদেশ অমান্য করে নির্মাণকাজ করার দৃশ্য প্রত্যক্ষ করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনের সামনের অংশে শাটার লাগানো রয়েছে এবং ভেতরে পর্দা লাগিয়ে নির্মাণকাজ চলছে।

এ সময় অভিযুক্ত নিরঞ্জন কুমার আগরওয়ালার ছেলে রনি আগরওয়ালা জানান, তারা ওই বাড়িতেই বসবাস করেন। সে কারণে নিরাপত্তার স্বার্থে সামনের অংশে শাটার লাগানো হয়েছে এবং ভেতরে কিছু জরুরি কাজ করা হচ্ছে। তবে আদালতে চলমান মামলাটি একটি দোকানঘর সংক্রান্ত এবং ওই দোকানঘরের নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, অভিযোগ পাওয়ার পর উভয় পক্ষকে ডেকে স্পষ্টভাবে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের আদেশ অমান্য করে কোনো নির্মাণকাজ করার সুযোগ নেই। এরপরও কেউ নির্দেশ অমান্য করলে বাদী পক্ষকে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, আদালতের আদেশ অমান্য করে কাজ করার কোনো সুযোগ নেই। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ফোর্স পাঠিয়ে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

গোয়ালন্দ,আদালত,প্রশাসন,নিষেধাজ্ঞা,নির্মাণকাজ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত