ঢাকা রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ফরিদপুর-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মুফতি শারাফাত

ফরিদপুর-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মুফতি শারাফাত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও হেফাজত ইসলামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি শারাফাত হোসাইন।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রকিবুল হাসানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এসময় দলটির জেলা ও তিন উপজেলার দায়িত্বশীল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের ফরিদপুর জেলা সহ-সভাপতি মুফতী সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মওলানা মিজানুর রহমান, বোয়ালমারী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিক, মুফতি তৈয়বুর রহমান, মুফতি ইবাদত হোসাইন, সভাপতি আলফাডাঙ্গা উপজেলা সভাপতি মুফতি ইবাদত হোসাইন প্রমুখ।

মনোনয়ন জমাদান শেষে মুফতি শারাফাত হোসাইন বলেন, খেলাফত মজলিসসহ সমমনা ৮টি ইসলামি দলের সাথে আরও ৪টি দল যোগ দেওয়ায় আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে। চূড়ান্ত ঘোষণা হলে যাকেই মনোনীত করা হবে আমরা তার হয়েই কাজ করবো।

মুফতি সরাফাত হোসাইন আরও বলেন, ইনশাআল্লাহ এ বছর ইসলামি দলগুলোর মোর্চা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, আলেম উলামায়ে কেরামগণই ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবেন।

ফরিদপুর-১,মনোনয়নপত্র জমা,মুফতি শারাফাত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত