ঢাকা সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

চাঁদপুর-৫ আসনে জামায়াতের প্রার্থী আবুল হোসাইনের মনোনয়নপত্র দাখিল

চাঁদপুর-৫ আসনে জামায়াতের প্রার্থী আবুল হোসাইনের মনোনয়নপত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ৩টার দিকে তিনি দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে সহকারী রিটার্নিং অফিসার ও হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন।

এসময় জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. কলিম উল্যাহ ভুঁইয়া, নায়েবে আমির মোজাম্মেল হোসেন মজুমদার পরান, মাও. শরিফ হোসাইন, সেক্রেটারি মো. জয়নাল আবেদীন ও বড়কুল পূর্ব ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মাও. আবু জাফর সিদ্দিকী উপস্থিত ছিলেন।

এছাড়া পৌর জামায়াতের আমির মাও. আবুল হাসানাত পাটওয়ারী, নায়েবে আমির মাও. মো. কবির হোসাইন, সেক্রেটারি মাওলানা মো. সফিকুর রহমান মজুমদার'সহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চাঁদপুর-৫,জামায়াত,প্রার্থী,মনোনয়নপত্র দাখিল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত