ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সাতক্ষীরা-৪ আসন থেকে বাবা ও ছেলের মনোনয়নপত্র জমা

সাতক্ষীরা-৪ আসন থেকে বাবা ও ছেলের মনোনয়নপত্র জমা

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসন থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দুটি ভিন্ন রাজনৈতিক দল থেকে বাবা ও ছেলে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তারা।

সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আখতার বিষয়টি নিশ্চিত করেছেন।

মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন— ওই আসনের সাবেক সংসদ সদস্য ও গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী এইচ.এম গোলাম রেজা ও তার ছেলে জাতীয় পার্টি (রুহুল আমিন হাওলাদার) গ্রুপের মনোনীত প্রার্থী হোসাইন মোহাম্মদ মায়াজ।

সোমবার বিকেল ৩টার দিকে হোসাইন মোহাম্মদ মায়াজ নিজেই জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তার মনোনয়নপত্র জমা দেন। একই সময়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের দলীয় প্রার্থী এইচ.এম গোলাম রেজার পক্ষে মনোনয়নপত্র জমা দেন।

সাতক্ষীরা-৪,বাবা-ছেলে,মনোনয়নপত্র জমা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত