ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

কক্সবাজারে ৯২ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজারে ৯২ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফ থেকে প্রাইভেটকারে পাচারের সময় কক্সবাজার শহরে অভিযান চালিয়ে ৯২ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এসময় মাদক কারবারে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

সোমবার জেলা প্রশাসক কার্যালয় এলাকায় ইয়াবাভর্তি গাড়িটি রেখে আত্মগোপন করা কারবারিকে গ্রেপ্তার ও মাদকসহ প্রাইভেট কারটি জব্দ করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ছমিউদ্দিন।

গ্রেপ্তার রেজাউল করিম (৩২) কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ডেইলপাড়ার আব্দুর রহিমের ছেলে।

ওসি ছমিউদ্দিন জানান, গোপন সংবাদে খবর আসে টেকনাফের ডেইলপাড়া থেকে ইয়াবার একটি বড় চালান কক্সবাজারে আনা হচ্ছে। এ খবরে সকাল থেকে থানার কয়েকটি টিম মাঠে নামানো হয়। চেকপোস্ট বসানো হয় লিংকরোড রেলক্রসিং এলাকায়। গাড়ি নিয়ে আসা মাদক কারবারিরা চেকপোস্টের খবর পেয়ে গতিপথ পরিবর্তন করে জেলা শহরে ঢুকে পড়ে। গাড়িটি ডিসি কার্যালয়ের মসজিদের পাশে রেখে সটকে পড়ে চালক ও পাচারকারীরা।

ওসি আরও জানান, সকাল থেকে তথ্য প্রযুক্তির মাধ্যমে মাদক পাচারকারীদের সর্বশেষ অবস্থান নিশ্চিত করে অভিযানে রেজাউলকে আটক করা হয়।

তার দেখানো মতে, কারটি জব্দ করে থানা হেফাজতে আনা হয়। সেখানে পেছনের অংশে রাখা ৪৬টি পোটলা উদ্ধার করে একেকটি পোটলায় ২০০০ করে ৯২ হাজার ইয়াবা পাওয়া যায়। অপর একটি পোটলায় মিলেছে আরও ৬০০ পিস ইয়াবা। সব মিলিয়ে ৯২ হাজার ৬০০ পিস ইয়াবাসহ রেজাউল করিমকে গ্রেপ্তার দেখিয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হচ্ছে। এতে গাড়িটির চালক আবদুল্লাহ ও আরও কয়েকজনকে সহযোগী করে আসামি করা হচ্ছে বলেও উল্লেখ করেন ওসি।

কক্সবাজার,ইয়াবা,মাদক কারবারি,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত