
সিরাজগঞ্জ পৌর এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মহল্লাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে নারীসহ কমপক্ষে ২১ জন আহত হয়েছেন।
সদর থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ওই পৌর এলাকার সরদার পাড়া ও ভাঙ্গাবাড়ি মহল্লাবাসীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলে আসছিল দীর্ঘদিন ধরে। এরই জের ধরে সোমবার সকাল থেকে প্রচণ্ড শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে উভয় মহল্লাবাসীর মধ্যে এ সংঘর্ষ বেঁধে যায়। এ সংঘর্ষে নয়ন মোড়, মিলন মোড়, জাফর মোড় জড়িয়ে পড়ে এবং দিনভর এ ৫ মহল্লা দফায় দফায় দেশীয় অস্ত্রশস্ত্রে সংঘর্ষ ভাঙচুর লুটপাট ইটপাটকেল নিক্ষেপ ও বাটুল নিক্ষেপ করে। এ সংঘর্ষে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। বিকেল সাড়ে ৫টার পর থেকে এ সংঘর্ষ কিছুটা থেমে যায়।
ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।