ঢাকা সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে আধিপত্য নিয়ে দুই মহল্লাবাসীর সংঘর্ষ, আহত ২১

সিরাজগঞ্জে আধিপত্য নিয়ে দুই মহল্লাবাসীর সংঘর্ষ, আহত ২১

সিরাজগঞ্জ পৌর এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মহল্লাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে নারীসহ কমপক্ষে ২১ জন আহত হয়েছেন।

সদর থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ওই পৌর এলাকার সরদার পাড়া ও ভাঙ্গাবাড়ি মহল্লাবাসীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলে আসছিল দীর্ঘদিন ধরে। এরই জের ধরে সোমবার সকাল থেকে প্রচণ্ড শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে উভয় মহল্লাবাসীর মধ্যে এ সংঘর্ষ বেঁধে যায়। এ সংঘর্ষে নয়ন মোড়, মিলন মোড়, জাফর মোড় জড়িয়ে পড়ে এবং দিনভর এ ৫ মহল্লা দফায় দফায় দেশীয় অস্ত্রশস্ত্রে সংঘর্ষ ভাঙচুর লুটপাট ইটপাটকেল নিক্ষেপ ও বাটুল নিক্ষেপ করে। এ সংঘর্ষে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। বিকেল সাড়ে ৫টার পর থেকে এ সংঘর্ষ কিছুটা থেমে যায়।

ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,আধিপত্য,সংঘর্ষ,আহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত