ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জের ৬টি আসনে ৪৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সিরাজগঞ্জের ৬টি আসনে ৪৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি আসনে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলের মনোনীত ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আর মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন ৫৭ জন।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার জেলা সদর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়সহ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদরের একাংশ) আসনে বিএনপি-জামায়াত প্রার্থীসহ ৭ জন মনোনয়নপত্র দাখিল করেন। এ আসনে মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন ৯ জন।

সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে ৭ জন মনোনয়নপত্র উত্তোলন করেন এবং সবাই মনোনয়নপত্র দাখিল করেছেন।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করলেও জমা দিয়েছেন ৫ জন।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন ৮ জন এবং জমা দিয়েছেন ৬ জন।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন ৮ জন এবং মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়নপত্র উত্তোলন করেন ১৭ জন এবং মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৩ জন।

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আমিনুর রহমান মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, সিরাজগঞ্জের ৬টি আসনে মোট ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেন এবং এরমধ্যে ৪৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র দাখিল,৪৫ প্রার্থী,সিরাজগঞ্জের ৬টি আসন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত