
চট্টগ্রামের পটিয়ায় এক ব্যাংকারের ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ব্যাংকারের ঘরের ছাঁদের টিন কেটে ঢুকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়েছে চোরের দল।
বুধবার গভীর রাতে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিনিনিহারা নুরুল আলম মাস্টারের বাড়ি এলাকার ব্যাংকার রবিউল হোসেন রনির ঘরে এ চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার ব্যাংকার রবিউলের বড় খালার বাসায় পটিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে লোপারিবারিক অনুষ্ঠানে পরিবারের সবাই রাতে অবস্থান করছিল। এই সুযোগে চোরের দল গভীর রাতে ছাঁদের টিন কেটে ঘরে ঢুকে প্রত্যেক রুমের তালা কেটে আলমিরা ভেঙে ২টি আংটি, ২ জোড়া স্বর্ণের কানের দুল, নগদ টাকাসহ নিত্যপ্রয়োজনীয় কাপড়চোপড় লুট করে নিয়ে যায়।
রবিউলের মা নুর নাহার বেগম বাদী হয়ে পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তিনি জানান, বিয়ের অনুষ্ঠানে পরিবারের সদস্যরা বাইরে ছিলেন। এর মধ্যে রাতে চোরেরা ঘরে ঢুকে আলমিরা থেকে মালামাল নিয়ে যায়।
পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, ব্যাংকারের ঘরে চুরির খবর পাওয়ার পর টহল পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।