ঢাকা বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে ঝুঁকিপূর্ণ সেতুতে আতঙ্কে এলাকাবাসী

রংপুরে ঝুঁকিপূর্ণ সেতুতে আতঙ্কে এলাকাবাসী

রংপুর নগরীর রবার্টসনগঞ্জ পাটবাড়ী থেকে উত্তর আশরতপুর জবাইখানা হয়ে মাহিগঞ্জ সংযোগ সড়কের কেডি ক্যানেলের ওপর সেতুটি এখন ভয়ানক বিপদজনক হয়ে পড়েছে।

উল্লেখ্য, রংপুর নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের নূরপুর, মহাদেবপুর, রবার্টসনগঞ্জ, মণ্ডলপাড়া, পাটবাড়ী হয়ে উত্তর আশরতপুর জবাইখানার পাশ দিয়ে আর কে রোড, তালতলা মসজিদ, পুরাতন পাবলিক লাইব্রেরি, মাহিগঞ্জগামী সংক্ষিপ্ত সংযোগ সড়কের কেডি ক্যানেলের ওপর সেতুটি প্রায় এক দশক পূর্বে রংপুর সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ নির্মাণ করে।

দুর্বল নির্মাণশৈলী এবং বয়সের সন্ধিক্ষণে বর্তমানে সেতুটির উভয় পাশের রেলিং ভেঙে পড়ে এটি এখন ঝুঁকিপূর্ণ এবং ভয়ানক বিপদজনক হয়ে পড়েছে। সেতুর বুক চিরে তৈরি হয়েছে ভঙ্গুর খানাখন্দ। ফলে হালকা যানবাহনও স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।

এলাকাবাসী এবং পার্শ্ববর্তী কয়েকটি পাড়ার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নিরিবিলি এই পথে সেতুটি পারাপার হয়ে থাকে।

ঝুঁকিপূর্ণ এবং ভয়ানক বিপদজনক হয়ে পড়া এই সেতুটির সংস্কার কিংবা পুনর্নির্মাণে রংপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের যেন তেমন কোনো গরজ নেই। অবিলম্বে সেতুটির সংস্কার কিংবা পুনর্নির্মাণের জন্য জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আতঙ্কে এলাকাবাসী,রংপুরে ঝুঁকিপূর্ণ সেতু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত