
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে আজ বুধবার (৩১ ডিসেম্বর) সিডনির লাকেম্বা এলাকার রেইলওয়ে প্যারেডে মরহুমা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।
গভীর শোক ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত এ জানাযায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত সবাই দেশনেত্রীর আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় দোয়া করেন।
গায়েবানা জানাযায় ইমামতিত্ব করেন মাওলানা মুহাম্মদ ফেরদৌস আলম। তিনি অস্ট্রেলিয়ার উলামা ফাউন্ডেশনের সমন্বয়ক এবং ইসলামিক কালচার প্রোপাগেশন সেন্টারের সভাপতি।
জানাযায় অস্ট্রেলিয়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শোকাহত উপস্থিত সকলে বেগম খালেদা জিয়ার দেশ ও জাতির জন্য অবিস্মরণীয় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
জানাযা কার্যক্রমে অংশগ্রহণকারীরা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র ও জাতীয়তাবাদ রক্ষায় এক অনন্য সংগ্রামী নেতৃত্বের প্রতীক। একজন সাধারণ গৃহবধু থেকে দেশনেত্রী হিসেবে তার উত্থান, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও নিপীড়নের মুখেও আপসহীন অবস্থান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। জনগণের ভালোবাসা ও আস্থার যে মর্যাদা তিনি অর্জন করেছেন, তা দেশের মানুষের হৃদয়ে চিরদিন অমলিন থাকবে।
জানাযা শেষে অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এ.এফ.এম. তাওহীদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী উপস্থিত নেতা-কর্মী ও দোয়া-শ্রোতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি দেশ-বিদেশে মানুষের শ্রদ্ধা ও ভালোবাসাই তার জনপ্রিয়তার সবচেয়ে বড় প্রমাণ। বাংলাদেশে লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত জানাযা মুসলিম বিশ্বের ইতিহাসে অন্যতম বৃহৎ ও স্মরণীয় জানাযা হিসেবে বিবেচিত হয়ে থাকবে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সভাপতি লুৎফুল কবীর, সহ-সভাপতি সেলিম লকিয়ত, আশরাফুল ইসলাম ও মোবারক হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক ইলিয়াস কাঞ্চন শাহীন, যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত সবুজ, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফিক, সহ-সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ ও আসওয়াদুল হক বাবু, অস্ট্রেলিয়া যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান লাবু এবং জিয়া সাইবার ফোর্স অস্ট্রেলিয়া মহাদেশ শাখার সদস্য সচিব মো. বাদশা বুলবুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।