ঢাকা বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ সদর উপজেলায় মনির নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

তিনি উপজেলার চর হরিপুর গ্রামের বাবু সরকারের ছেলে।

সদর থানার ইন্সপেক্টর আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ওই যুবক মনিরুজ্জামান মনির (২৯) কয়েক বছর আগে একই এলাকায় বিয়ে করে এবং তাদের সাংসারিক জীবনে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এরই জের ধরে মঙ্গলবার বিকেলে নিজ ঘরের তীরের সাথে গলায় মাফলার পেচিয়ে আত্মহত্যা করেন মনির। পুলিশ ওইদিন সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে ওই যুবক মাদক সেবন করতো বলে এলাকায় শোনা যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,যুবক,মরদেহ উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত