ঢাকা বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজবাড়ীতে গায়েবানা জানাজা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজবাড়ীতে গায়েবানা জানাজা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজবাড়ীতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ গায়েবানা জানাজার আয়োজন করা হয়।

সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান এ কে এম ইকবাল হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত জানাজায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। জানাজায় ইমামতি করেন ভাণ্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক সিরাজুল কবির।

জানাজার আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং দেশের প্রতি অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন সেলিম, বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম, মাইনুদ্দিন, মীর আজাদ, জেলা ছাত্রদলের আব্দুল্লাহ আল আমানসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নামাজ শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বেগম খালেদা জিয়া,মৃত্যু,রাজবাড়ী,গায়েবানা জানাজা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত