ঢাকা বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

চাঁদপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় জনস্রোত

চাঁদপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় জনস্রোত

চাঁদপুরে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাজাকে কেন্দ্র করে শহরজুড়ে নেমে আসে মানুষের ঢল। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অশ্রুসিক্ত নয়নে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানান। আবেগঘন পরিবেশে জানাজা স্থল যেন পরিণত হয় শোক ও ভালোবাসার মিলনমেলায়। অনেকের চোখে ছিল অশ্রু, মুখে ছিল দীর্ঘদিনের রাজনৈতিক ও মানবিক সম্পর্কের স্মৃতিচারণ।

তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জানাজায় অংশগ্রহণ করেন, যা রাজনৈতিক সৌহার্দ্যের এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করে।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সফি উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মাষ্টার, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসাইন, সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া, জেলা গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল, চাঁদপুরের এনসিপির প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত চাঁদপুর-৩ আসনের মোমবাতি প্রতিকের প্রার্থী সাংবাদিক এ এইচএম আহসান উল্লাহ, জেলা কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি জাহাঙ্গীর হোসেন, সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, খেলাফত মজলিস সুরা সদস্য বোরহান উদ্দিন, নাগরিক ঐক্যের আবু তাহের মাষ্টার।

সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মুনীর চৌধুরী ও আলহাজ্ব মোশাররফ হোসেন।

গায়েবানা জানাজার নামাজ পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের জেলা শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিন। জানাজা শেষে দেশ, জাতি ও মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ অলিউল্লাহ খান।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি এ দেশের গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ। তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

চাঁদপুর,বেগম খালেদা জিয়া,গায়েবানা জানাজা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত