
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রংপুরের পীরগঞ্জে গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি’র উদ্যোগে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শুরুর পূর্বে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজার রহমান সেলিম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, আতাউর রহমান বিটু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বাচ্চু মন্ডল, জামায়াত মনোনীত পীরগঞ্জের সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল আমিন, উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান, পীরগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সহিদুল ইসলাম সেবু প্রমুখ।
জানাজা শেষে প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জানাজার নামাজে দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।