
নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশের অভিযানে ১টি বিদেশী পিস্তল ও ০২ রাউন্ড তাজা গুলিসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. আবদুল বারী এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, বৃহস্পতিবার রাতে চৌমুহনী পৌরসভার পূর্ববাজারে অবস্থিত হোটেল রিয়াদ আবাসিক হোটেলের ৩০২ নম্বর কক্ষ থেকে ১টি লোহার তৈরি বিদেশী পিস্তল, যাতে MADE IN JAPAN লেখা রয়েছে এবং ০২ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়। এ সময় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের ১ নম্বর ওয়ার্ডের মো. নাসির আহাম্মেদের ছেলে মো. বাসু (৪২)।
অপরজন চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পৌর হাজীপুর পানা মিয়া মোল্লা বাড়ির শহিদ হক প্রকাশ বাবুল মোল্লার ছেলে জাহিদ হাসান রাসেল (৪১)।
আটককৃত দুইজনের মধ্যে একজনের বিরুদ্ধে ০৬টি মামলাসহ ০১টি গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু রয়েছে। মামলাটি এসআই (নিঃ) মো. খোরশেদ আলম তদন্ত করবেন বলে জানানো হয়েছে।
অভিযানটি নোয়াখালী জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং বেগমগঞ্জ সার্কেল ও বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়।