অনলাইন সংস্করণ
১৯:৩৯, ০১ জানুয়ারি, ২০২৬
ঢাকার বিজয়নগর এলাকায় গত ১২ ডিসেম্বর হামলার শিকার হওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় গ্রেপ্তার সঞ্জয় চিসিম ও মো. ফয়সাল আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
তিন দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার তারা আদালতে জবানবন্দি দিতে সম্মত হন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম তাদের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের সঙ্গে আরেক আসামি সিবিউন দিউকেও কারাগারে পাঠানো হয় বলে প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান জানিয়েছেন।
হাদিকে হামলার সময় চলন্ত রিকশায় থাকা অবস্থায় গুলি করা হয়েছিল। গুলি হাদির মাথায় লাগে এবং সাত দিন পর ১৮ ডিসেম্বর তিনি মারা যান। হামলার ঘটনার পর ১৪ ডিসেম্বর শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে সঞ্জয় চিসিম ও সিবিউন দিউকে গ্রেপ্তার করা হয়।
১৬ ডিসেম্বর র্যাব-১১ নরসিংদী সদর মডেল থানার তরুয়ার বিলে অভিযান চালিয়ে ফয়সালকে গ্রেপ্তার করে। এ সময় পানি থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করেন। সঞ্জয় ও ফয়সাল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করা হয় এবং সিবিউনকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। জবানবন্দি নেওয়ার পর তিনজনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
হাদি হত্যা মামলায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির ও মা মোসা. হাসি বেগম, ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, বান্ধবী মারিয়া আক্তার লিমা ও শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু, ভাড়ায় প্রাইভেটকার ব্যবসায়ী মুফতি মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, ফয়সালের সহযোগী মো. কবির, ভারতে পালাতে সহযোগিতাকারী সিবিউন দিউ ও সঞ্জয় চিসিম, আমিনুল ইসলাম রাজু এবং মো. ফয়সাল।