ঢাকা বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (২ জানুয়ারি)। বিজ্ঞান অনুষদভুক্ত 'এ' ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে এবারের ভর্তি পরীক্ষা। এবারে "এ" ইউনিটে আসন প্রতি লড়বেন প্রায় ৮০ ভর্তিচ্ছু শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগের বছরের মতো এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থাপনা ও তদারকি জোরদার করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিট ও তিনটি উপ-ইউনিটে মোট ৩ হাজার ৫৯৭টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৩৩ হাজারেরও বেশি ভর্তিচ্ছু শিক্ষার্থী। গত শিক্ষাবর্ষে আবেদনকারীর সংখ্যা ছিল ২ লাখ ৭১ হাজার ২৩৯ জন। তবে সে তুলনায় এবার আসনের সংখ্যা কিছুটা কমেছে।

এদিকে ‘এ’ ইউনিটের অধীনে রয়েছে বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ— এই চারটি অনুষদ। এসব অনুষদে মোট সাধারণ আসন রয়েছে ১ হাজার ৯৩টি। এই ইউনিটে আবেদন করেছেন ৮৭ হাজার ৬৯৬ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে গড়ে প্রায় ৮০ জন ভর্তিচ্ছু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন৷

ভর্তি পরীক্ষার পদ্ধতি ও মানবণ্টন চূড়ান্ত

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পদ্ধতি ও মানবণ্টন চূড়ান্ত করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, গতবারের মতো এবারও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বহুনির্বাচনি প্রশ্নপদ্ধতিতে (এমসিকিউ)।

প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে মোট ১০০ নম্বরের। এক ঘণ্টা সময়ের পরীক্ষায় থাকবে ১০০টি বহুনির্বাচনি প্রশ্ন, যেখানে প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। ভুল উত্তরের জন্য প্রতিটি প্রশ্নে ০.২৫ নম্বর করে কাটা যাবে। অর্থাৎ চারটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কর্তন হবে।

সব ইউনিটে ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০। তবে ডি-১ উপ-ইউনিটের ক্ষেত্রে পাস নম্বর কিছুটা কম রাখা হয়েছে। ওই উপ-ইউনিটে ন্যূনতম পাস নম্বর হবে ৩৫।

ভর্তি পরীক্ষায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সে জন্য ক্যাম্পাসে ২২০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়া জরুরি স্বাস্থ্যসেবার জন্য স্থাপন করা হবে দুটি মেডিকেল ক্যাম্প এবং পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় থাকবে ছয়টি তথ্যকেন্দ্র। পাশাপাশি নিরাপত্তা তদারকিতে প্রায় ২৫ জন গোয়েন্দা সংস্থার সদস্য সার্বক্ষণিক নজরদারি করবেন।

ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও কথা বলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। তিনি জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নেবেন, তাদের সার্বিক নিরাপত্তার দায়িত্ব সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনই পালন করবে। এ বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বয়ের মাধ্যমে পরীক্ষার্থীদের জন্য একটি সুশৃঙ্খল ও সুন্দর পরীক্ষা আয়োজন করবে।

উল্লেখ্য, ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৩ জানুয়ারি ‘ডি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ১০ জানুয়ারি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে উপ-ইউনিটগুলোর মধ্যে ৫ জানুয়ারি ‘ডি-১’, ৭ জানুয়ারি ‘বি-১’ এবং ৮ জানুয়ারি ‘বি-২’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,ভর্তি পরীক্ষা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত