
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুরের হাজীগঞ্জ পৌর ০৬ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত এ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন অত্র ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক মো. আবদুস সাত্তার সদ্দার।
অনুষ্ঠান শুক্রবার (০২ জানুয়ারি) পূর্ব মকিমাবাদ সর্দার বাড়ি বায়তুল আমান জামে মসজিদে জুম্মার নামাজের পর মিলাদ, দোয়া এবং মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়।
মোনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ নাসির উদ্দিন।
মিলাদ, দোয়া এবং মোনাজাতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নূরন্নবী সম্রাট, শাহাবুদ্দিন শাবু, পৌর যুবদলের আহবায়ক মো. রাসেল হোসেন খান, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক পৌর বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য মো. রাসেল মিয়া ও ইমান হোসেন, পৌর ৬ নং ওয়ার্ড বিএনপি নেতা ব্যবসায়ী ফারুক হোসেন, হাসান মিয়াজী, যুবদল নেতা ওয়াসিম খান, জাকির খান, জিলানী খান, কাউসার হোসেন সদ্দার, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব দীন ইসলাম টগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লীগণ, পৌর ০৬ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, যুবদলের নেতৃবৃন্দ, ছাত্রদলের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।