
বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়া এলাকায় পিলারের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুল্লার (২৫) মৃত্যু হয়েছে। সে একই এলাকার লাঙ্গলমোড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল ওই যুবক। এ সময় উল্লেখিত স্থানে পৌঁছালে পিলারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ওই যুবক গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে সে মারা যায়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এদিকে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুতে এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে।