ঢাকা বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

হাজীগঞ্জে সকল স্কুলে নতুন পাঠ্যবই বিতরণ কার্যক্রম শুরু

হাজীগঞ্জে সকল স্কুলে নতুন পাঠ্যবই বিতরণ কার্যক্রম শুরু

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনানুযায়ী ইংরেজি নববর্ষের প্রথম দিন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, ইবতেদায়ী মাদ্রাসা এবং জুনিয়র দাখিল মাদ্রাসা, ব্যক্তি মালিকানাধীন বিদ্যালয় সমূহে আনন্দঘন পরিবেশে নতুন পাঠ্যবই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে এ বই বিতরণ কার্যক্রম শুরু হয়।

চাঁদপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হাজীগঞ্জ উপজেলাধীন পৌর ৮ নং ওয়ার্ড ঐতিহ্যবাহী হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে ইংরেজি নববর্ষের প্রথমদিন বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে আনন্দঘন পরিবেশে নতুন পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়েছে।

নতুন বই বিতরণে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. আবু ছাইদ।

এদিন অত্র বিদ্যালয়ের হলরুমে অনাড়ম্বর পরিবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন ।

এ সময় প্রধান অতিথি নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণা ও দিক-নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউড়ি, উপজেলা রিসোচ সেন্টারের (ইউআরসি)-এর ইন্সট্রাকটর মো. জাকির হোসেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া সুলতানা প্রমুখ। সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইনুল আজম।

এসময় অতিথি ও শিক্ষকরা শিক্ষার্থীদের হাতে নতুন বইয়ের সেট তুলে দেন। বই বিতরণে উপস্থিত ছিলেন অভিভাবকবৃন্দ , শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ এবং শিক্ষার্থীবৃন্দ।

হাজীগঞ্জ,নতুন বই,বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত