ঢাকা শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্য কোরআন খতম ও দোয়া

নারায়ণগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্য কোরআন খতম ও দোয়া

বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবিরের আয়োজনে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করার জন্য বিশেষ দোয়া করা হয়।

শুক্রবার (২ জানুয়ারি) জেলা কালেক্টরেট মসজিদে জুম্মার নামাজের পর এ কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবার প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, বেগম খালেদা জিয়াকে মহান আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দান করুন। সেই সাথে তিনি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা কামনা করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হোসাইন (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সাখাওয়াত হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নাজির মো. কামরুল ইসলাম, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিগণ।

কোরআন খতম ও দোয়া,বেগম খালেদা জিয়া,নারায়ণগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত