ঢাকা শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

চাঁদপুরে ৫ আসনে জামায়াতের প্রার্থী হলেন চিকিৎসক-আইনজীবী-শিক্ষক

চাঁদপুরে ৫ আসনে জামায়াতের প্রার্থী হলেন চিকিৎসক-আইনজীবী-শিক্ষক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চাঁদপুরের ৫টি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা হলেন চিকিৎসক, আইনজীবী ও শিক্ষক। শিক্ষকদের মধ্যে একজন রয়েছেন ইসলামিক স্কলার।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী জানা গেছে, চাঁদপুর-১ (কচুয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামিক স্কলার মুহাদ্দিস আবু নছর আশরাফী। ইতোমধ্যে তিনি গণসংযোগ করে কচুয়ার ভোটারদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন।

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ডা. আব্দুল মোবিন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি গণসংযোগ করে ইতোমধ্যে সাধারণ মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছেন বলে জানিয়েছেন।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিনিয়র আইনজীবী মো. শাহজাহান মিয়া। তিনি সকলের পরিচিত মুখ।

এর আগে, তিনি ২০১৪ সালে সদর উপজেলা পরিষদ থেকে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তখন থেকেই প্রত্যন্ত এলাকার জনগণের সঙ্গে তার নিবিড় সম্পর্ক তৈরি হয়। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি। বর্তমানে জেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

নির্বাচন উপলক্ষে তিনি সদর ও হাইমচর আসনের ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন এবং তাদের সমস্যার কথা শুনেছেন।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। তিনি একজন শিক্ষক। জেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজে তিনি শিক্ষকতা করেছেন এবং এখনো শিক্ষকতা পেশায় জড়িত রয়েছেন।

এছাড়াও তিনি চাঁদপুর জেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি। ন্যায় ও ইনসাফের সরকার গঠনের আহ্বান জানিয়ে তিনি নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন অধ্যাপক মো. আবুল হোসাইন। তিনি শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক নির্বাচিত ভাইস চেয়ারম্যান। এ কারণে তিনি নির্বাচনী এলাকায় পরিচিত মুখ। সাধারণ মানুষের সঙ্গে তার রয়েছে নিবিড় সম্পর্ক।

মো. আবুল হোসাইন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি। বর্তমানে তিনি জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশায় তিনি একজন শিক্ষক।

চিকিৎসক-আইনজীবী-শিক্ষক,চাঁদপুরে ৫ আসন,জামায়াতের প্রার্থী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত