
চাঁদপুরের হাজীগঞ্জে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) মাগরিবের নামাজের পর রান্ধুনীমুড়া মনিনাগ হাওলাদার বাড়ীতে হাজীগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে ও বিএনপি নেতা ইয়াছিন হাওলাদার-এর সার্বিক তত্ত্বাবধানে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌর বিএনপির নব গঠিত কমিটির যুগ্ম-আহবায়ক মো. খোরশেদ আলম ভুট্রো।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌর বিএনপির নব গঠিত কমিটির যুগ্ম-আহবায়ক মো. এমরান হোসেন।
হাজীগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া-এর সভাপতিত্বে ও ১০ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ইমাম হোসেন, হাজীগঞ্জ পৌর মৎস্যজীবী দলের সভাপতি মো. হুমায়ুন কবির, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরজিল হোসেন দিনার, পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন লারা, সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম, ওয়ার্ড বিএনপির নেতা আজাদ জমদ্দার, সাবেক ছাত্রনেতা নয়ন মোল্লা, ১০ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জহির মিয়া, যুবদল নেতা সোহাগ জমদ্দার, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ হোসেন মোল্লা, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইমরান হোসেন সৈকত, পৌর ১০ নং ওয়ার্ড যুবদলের সম্ভাব্য সভাপতি প্রার্থী মো. মহসিন কাজী-সহ ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী ও সমর্থকরা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রান্ধুনীমুড়া মনিনাগ বাইতুল জান্নাত জামে মসজিদের খতিব হযরত মাওলানা মাসউদ আহমেদ আল কাদেরী।