ঢাকা বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় হাজীগঞ্জে দোয়া অনুষ্ঠিত

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় হাজীগঞ্জে দোয়া অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) বিকেলে মৈশাইদ পল্লী মঙ্গল আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির প্রার্থী ইঞ্জি. মমিনুল হক ঘোষিত সাতদিনের কর্মসূচির অংশ হিসেবে ০৫ নং সদর ইউনিয়ন ০৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া-মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। একই সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকা-সহ দেশের সকল শহীদ ও প্রয়াত দলীয় নেতাকর্মীদের আত্মার মাগফেরাত, অসুস্থদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল সর্দার এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুলহাস চৌধুরী এর পরিচালনায় অনুষ্ঠিত দোয়া-মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, ০৮ নং হাটিলা পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বেলায়েত হোসেন বাবলু, অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান পাটওয়ারী, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি নিজাম উদ্দিন রিপন-সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মো. মনির হোসেন।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া ৩০ ডিসেম্বর মঙ্গলবার ভোরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এবং পরেরদিন বুধবার বাদ জোহর নামাজের পর রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশেই সমাহিত করা হয়েছে।

খালেদা জিয়া,হাজীগঞ্জ,দোয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত