
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছয়টি টিনের ঘরের আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
রোববার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কাইচমালদা এলাকায় শাহ আলমের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে শাহ আলমের বসত বাড়িতে আগুন লাগে। পরে স্থানীয়দের ফোনে টংগীবাড়ী ও সিরাজদিখান ফায়ার স্টেশনের চারটি ইউনিট এসে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নির্বাপণ করে। আগুন লাগার পরপরই স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সাড়ে ৫টার দিকে খবর পেয়ে টংগীবাড়ী ও সিরাজদিখান ফায়ার স্টেশনের চারটি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নির্বাপণ করে। আগুনে ৬টি টিনের ঘরের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কেউ হতাহত হয়নি। আগুনে ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।