ঢাকা সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে সাংবাদিকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

সিরাজগঞ্জে সাংবাদিকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শরিফুল ইসলাম ইন্নার বাসভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

শনিবার রাত ৯টায় পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টায় পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লায় ওই বাসভবনের পাশে ২/৩ জন যুবক মোটরসাইকেল নিয়ে অবস্থান করছিলেন। তারা দুটি পেট্রোল বোমায় আগুন ধরিয়ে সাংবাদিকের বাসভবনে নিক্ষেপ করে। এর ফলে আগুন জ্বলে উঠলেও তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এরপর মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে আরো একটি বাসভবনের সামনে তারা আরো দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ বলেন, সাংবাদিক শরিফুল ইসলাম ইন্নার বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুলিশ ইতোমধ্যেই এ ঘটনার তদন্ত শুরু করেছে।

এদিকে এনটিভি ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্না আলোকিত বাংলাদেশকে বলেন, দুর্বৃত্তদের ছোরা পেট্রোল বোমায় ক্ষতিগ্রস্ত না হলেও পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন তিনি।

সিরাজগঞ্জ,সাংবাদিক,পেট্রোল বোমা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত