
নোয়াখালী-ঢাকা রুটে আধুনিক ব্যবস্থাপনায় যাত্রা শুরু করলো নতুন প্রিমিয়াম বাস সার্ভিস ‘সারা এক্সপ্রেস’।
বৃহস্পতিবার সকালে নোয়াখালীর সোনাপুর বাসস্ট্যান্ডে ফিতা কেটে সার্ভিসটির উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সারা এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক আকবর হোসেন জাবেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, শহিদুল ইসলাম কিরন, দেলোয়ার হোসেন, ছালেহ আবদুল্যাহ মো. সবুজ, নুরুল আমিন খানসহ স্থানীয় নেতৃবৃন্দ, মালিক-শ্রমিক ও সাধারণ যাত্রীরা উপস্থিত ছিলেন।
সারা এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক আকবর হোসেন জাবেদ বলেন, আমরা প্রাথমিকভাবে ৫০টি আধুনিক এসি বাস চালু করেছি। অসুস্থ, বৃদ্ধ ও গর্ভবতী মায়েদের কথা ভেবে ১৫টি স্লিপার সিটের বাস রাখা হয়েছে। আধুনিক রিক্লাইনিং সিট, পূর্ণ এসি সুবিধা, জিপিএস ট্র্যাকিং, লাইভ মনিটরিং, সিসিটিভি নিরাপত্তা, অনলাইন টিকিটিং ও দক্ষ স্টাফসহ সব মিলিয়ে যাত্রীদের জন্য উন্নতমানের ভ্রমণের প্রতিশ্রুতি দিচ্ছে সারা এক্সপ্রেস।
যাত্রীসেবায় সময়নিষ্ঠতা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সার্ভিসটি নোয়াখালী-ঢাকা রুটকে আরও দ্রুত, আরামদায়ক ও মানসম্মত করবে বলে আশা করছে কর্তৃপক্ষ।