
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ৮০টি ভোটকেন্দ্রের ৫২০টি বুথে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ করার লক্ষ্যে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেয় সরকার। তারই অংশ হিসেবে উপজেলার ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহিন উদ্দিন।
তিনি বলেন, ‘শুধু মুন্সীগঞ্জ জেলায় নয়, আমার মনে হয় সারা বাংলাদেশেই আমরা প্রথমবারের মতো কোনো উপজেলায় শতভাগ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করতে সক্ষম হয়েছি।’
তিনি আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে ভোটগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা যাবে এবং যেকোনো অনিয়ম দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।
এসময় কার্যক্রম পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শনকালে তারা সিসি ক্যামেরা স্থাপনের কাজ, ক্যামেরার কার্যকারিতা এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন।
কর্মকর্তারা এ উদ্যোগকে সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।