
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়েই জোটের চূড়ান্ত প্রার্থী ও আসন সমঝোতা ঘোষণা করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জোটের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মাওলানা মামুনুল হক জানান, দশ দলের অংশগ্রহণে বৈঠকটি সম্পন্ন হয়েছে এবং ইসলামী আন্দোলনের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, রাতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। আমাদের প্রত্যাশা একসঙ্গেই এগিয়ে যেতে পারবো। ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়েই আসন ঘোষণা করতে পারবো এই আশা করছি।