ঢাকা সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

নির্বাচনে অনিয়ম করলে কঠোর ব্যবস্থার ঘোষণা জ্বালানি উপদেষ্টার

প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি
নির্বাচনে অনিয়ম করলে কঠোর ব্যবস্থার ঘোষণা জ্বালানি উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ঘোষণা দিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেন, “নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। সিসিটিভির মাধ্যমে সব কিছু পর্যবেক্ষণ করা হবে। কেউ অনিয়মে জড়িত হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে— কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত পৃথক দুটি অনুষ্ঠানে তিনি এসব গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

উপদেষ্টা জানান— প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হবে ভোটগ্রহণের পুরো প্রক্রিয়া নজরদারির আওতায় থাকবে।

সিসিটিভির ফুটেজ প্রয়োজনে পর্যালোচনা ও প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে। এ ছাড়া ভোটকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহে বাধা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেসব এলাকায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা রয়েছে সেখানে সৌর বিদ্যুৎ ব্যবহার করা হবে বলে জানান তিনি।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “নির্বাচনে কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে অতিরিক্ত সুবিধা দেওয়ার সুযোগ নেই।”

তিনি আরও যোগ করেন, “নিরাপদ পরিবেশে ভোট দিতে সক্ষম করার লক্ষ্যেই প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা নেওয়া হয়েছে।”

গণভোট বিষয়ে তিনি বলেন, “গণভোট কোনো চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত নয়। নয় মাস ধরে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই এ আয়োজন।”

সভায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার আলম, সিভিল সার্জন এ কে এম মোবাখখারুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাচন,কঠোর ব্যবস্থা,জ্বালানি উপদেষ্টা,সিসিটিভি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত