ঢাকা মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে বাড়ি ঘেরাও

জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে বাড়ি ঘেরাও

মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে মৌলভীবাজার ও রাজনগর আসনের জামায়াতের প্রার্থী আব্দুল মান্নানের বাড়ি ঘেরাও করে রেখেছে জনতা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে গ্রামের বাড়ি রাজনগর উপজেলার দত্তগ্রাম বাড়ি ঘেরাও করে রাখে শতাধিক কর্মী সমর্থক।

মৌলভীবাজার জেলা জামাতের সেক্রেটারি ইয়ামির আলী মঙ্গলবার দুপুরে বলেন, এবারের নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে একটি পরিবর্তন আশা করেছিল কর্মী সমর্থকরা। সেই সুবাদে জামাতের প্রার্থী আব্দুল মান্নান দিনরাত্রি নির্বাচনী কাজ করে যাচ্ছেন এতদিন ধরে।

তিনি বলেন, আমরা জোট থাকার কারণে আমাদের দলীয় প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে। আমরা তো দলের বাইরে যেতে পারিনা। তাই সমর্থকদেরকে বুঝানোর চেষ্টা করছি। আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য ধরার সুযোগ করে দেন। ইনশাল্লাহ এ আসনের প্রার্থিতা আমরা প্রত্যাহার করে নেব।

বাড়ি ঘেরাও,মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে,জামায়াত প্রার্থী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত