ঢাকা মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন ৪ জন

মুন্সীগঞ্জে শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন ৪ জন

মুন্সীগঞ্জের ৩টি সংসদীয় আসন থেকে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ২৩ জন। তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন ৪ জন।

মুন্সীগঞ্জ-২ আসনটিতে দশ দলীয় জোট থেকে এনসিপির জন্য বরাদ্দ রাখায় এ আসনের জামায়াত প্রার্থী এবিএম ফজলুর করিম মঙ্গলবার বিকেলে মনোনয়ন প্রত্যাহার করে নেন। এ আসনে এনসিপির প্রার্থী মাজেদুল ইসলাম।

এছাড়া একই কারণে মুন্সীগঞ্জ-৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেন খেলাফত মজলিসের হাজী আব্বাস কাজী এবং মুন্সীগঞ্জ-২ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আমিনুল ইসলাম।

অন্যদিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে মুন্সীগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সরাফত আলী সপু। তিনি স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছিলেন।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এসব তথ্য নিশ্চিত করেছেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, জেলায় বিএনপি থেকে ৩ জন, জামায়াত ও এনসিপি থেকে ১ জন করে ২ জন এবং স্বতন্ত্র থেকে ২ জনসহ মোট ১৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তফসিল অনুযায়ী বুধবার তাদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।

৪ জন,প্রার্থিতা প্রত্যাহার,মুন্সীগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত