
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুই প্রবাসী পুত্রের স্ত্রীদের কুপ্রস্তাব দেওয়ার ঘটনায় প্রতিবাদ করায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে মাদকসেবী সন্ত্রাসীরা।
সোনারগাঁওয়ের বাংলাবাজার এলাকার পাঁচআনি গ্রামে গত রোববার (১৮ জানুয়ারি) রাতে ওই নৃশংস ঘটনাটি ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় বিউটি আক্তার (৪৫) নামে ওই গৃহবধূকে রাতে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল থেকে চিকিৎসকরা পঙ্গু হাসপাতালে পাঠিয়েছেন। বর্তমানে বিউটি আক্তার সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
এ ঘটনায় গৃহবধূ বিউটি আক্তারের স্বামী মো. আনোয়ার হোসেন বাদী হয়ে মঙ্গলবার সোনারগাঁও থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মামলায় তিনি উল্লেখ করেন, তার দুই ছেলে মাজারুল ইসলাম ও শফিকুল ইসলাম সৌদি আরব প্রবাসী। এই সুযোগে তার দুই পুত্রবধূকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছে পাঁচআনি গ্রামের আতাবুরের সন্ত্রাসী ছেলে মো. তরিকুল ইসলাম।
এলাকায় তরিকুল একটি কিশোর গ্যাং তৈরি করেছে। সন্ধ্যা হলেই এলাকায় প্রকাশ্যে চলে তাদের মাদক সেবন। কেউ বাধা দিলেই হামলা চালায় তরিকুলের কিশোর গ্যাং।
এরই ধারাবাহিকতায় গত রোববার সন্ধ্যায় তরিকুল ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা দুই প্রবাসীর স্ত্রী সালমা আক্তার ও নিলুফা আক্তারকে তাদের বাড়িতে এসে নেশাগ্রস্ত অবস্থায় শ্লীলতাহানির চেষ্টা করে।
এ সময় গৃহবধূদের ডাক-চিৎকারে তাদের শাশুড়ি বিউটি আক্তার ছুটে আসেন এবং তরিকুল, জিয়াউর, আতাবুর ও তার বখাটে বন্ধুদের গালমন্দ করেন।
এতে ক্ষিপ্ত হয়ে তরিকুল ও তার কিশোর গ্যাংয়ের সদস্যরা বিউটি আক্তারকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে। এ সময় বিউটির দুই পুত্রবধূ তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাদের কিল-ঘুষি ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়।
এক পর্যায়ে সন্ত্রাসীরা লক্ষাধিক টাকা মূল্যের বিউটির গলার স্বর্ণের চেইন এবং ঘরের আলমারিতে থাকা প্রবাসী ছেলেদের পাঠানো ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মামলা করলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে।
মঙ্গলবার মামলা দায়েরের পর ঘটনাটি জানতে পেরে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠান নারায়ণগঞ্জ খ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ। তিনি দ্রুত ওই দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেন।
সোনারগাঁও থানার ওসি মহিবুল্লাহ জানান, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।